Ticker

6/recent/ticker-posts

Professional Content Writing Service (English and Bengali) for Bangladesh

আপনি কি আপনার ব্লগ বা ওয়েবসাইট এর জন্য ভালো মানের কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটার খুঁজছেন? 

"বিচিত্র জ্ঞান" টিম আপনাকে দিচ্ছে বাংলা ও ইংরেজি ভাষায় প্রফেশনাল কন্টেন্ট রাইটিং সার্ভিস


কন্টেন্ট এর মান বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ?

আপনার ওয়েবসাইট বা ব্লগ একটি ব্যবসা, যার মূলধন হল আপনার কন্টেন্ট। এই কন্টেন্ট এর টানেই আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে, লেখার মান যত ভাল হবে, উপস্থাপনা যত আকর্ষণীয় হবে, তত বেশি সময় ধরে তারা ওয়েবসাইটে থাকবে। কোয়ালিটি কন্টেন্ট দিয়ে পাঠককে আকৃষ্ট করার মূলনীতি থেকেই " কন্টেন্ট মার্কেটিং" কথাটা এসেছে। প্রমোশন বা অন্য যে কোন মাধ্যম ব্যাবহার করে আপনি যতই ট্রাফিক আনুন না কেন, কন্টেন্ট ভালো না হলে তাদেরকে ধরে রাখা কখনোই সম্ভব না। এ কারণেই কন্টেন্ট কে বলা হয় "ডিজিটাল মার্কেটিং এর প্রাণ!" আর ইংরেজিতে বলা হয় "Content is King!" 


আমাদের কন্টেন্ট রাইটিং সার্ভিসের বৈশিষ্ট্য

  • আমরা সৃজনশীল, কপিরাইট মুক্ত (Plagiarism free) ও এস.ই.ও. ফ্রেন্ডলি (SEO friendly) আর্টিকেল/ কন্টেন্ট সার্ভিস দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 
  • বাংলা ও ইংরেজি উভয় ভাষার কন্টেন্ট এর ক্ষেত্রেই আমরা সাবলীল বাচনভঙ্গি ব্যাবহার করে থাকি। শুদ্ধ বাংলা চর্চাকে আরো একধাপ এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা, অতএব বাংলা বানানের শুদ্ধতা (Grammatical Error Free Writing)  নিশ্চিত করার দিকে অবশ্যই আমাদের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ থাকে। 
  • আমরা কোন রাইটিং এজেন্সি নই। আপনার যোগাযোগ সরাসরি রাইটার এর সাথেই হবে। অতএব কেবলমাত্র রাইটারকেই পেমেন্ট করতে হবে। তাই বাড়তি বাজেটের প্রয়োজন নেই। 
  • বাংলা কন্টেন্ট এর উদাহণস্বরূপ (স্যাম্পল) এই ব্লগ এর লেখাগুলো দেখে নিন। আর ইংরেজি কন্টেন্ট এর স্যাম্পল দেখতে আমাদের সাথে যোগাযোগ করুন।  


আমাদের সাথে যোগাযোগ এর মাধ্যম: 

ফেসবুক পেইজ: বিচিত্র জ্ঞান

ইমেইল: bichitrogyanblog@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ