Ticker

6/recent/ticker-posts

ইসলামিক কবিতা - হে বোন আমার




যখন বাতিল তোমায় হাতছানি দিয়ে ডাকবে ফিতনাহ'র পানে,
বলবে," আমি আল্লাহকে ভয় পাই ৷"

বাতিল তোমায় বলবে,
"শুধু শুধু কেন ভয় পাচ্ছ!তেমন দোষের কিছু তো করতে বলিনি!শুধু বন্ধু হব, খোঁজ নিব...."

নাফ্স বলবে,
"তুমি সেকেলে,আধুনিক হও...
একটুখানি chatting কিংবা ফোনালাপে কিইবা যায় আসে!"

কিন্তু বোন!
অন্ধকার গর্তের মুখে প্রথম পদক্ষেপই গর্তের অতলে হারিয়ে যাওয়ায় জন্য যথেষ্ট!

বুঝবে,
এটা বাতিলের প্রথম ফাঁদ!
অবশ্যই প্রত্যাখান করবে ৷

আর জেনে রাখবে,
আল্লাহর কাছে সেকেলে-আধুনিক বলে কোন দল নেই, 
আছে কেবল দুটি দল: জান্নাতী আর জাহান্নামী ৷

তখন প্রত্যাখাত বাতিল বলবে, 
"তুমি পাষাণ,
তুমি বোঝনা তুমি আমার জন্য কতটা মূল্যবান, এ অভাগার হৃদয়ের রক্তক্ষরণ তোমাকে কাঁদায় না ?"

তুমি বুঝবে,
তোমার অন্তরে তাকওয়ার বীজ উপ্ত হয়েছে , 
সে তাকওয়া তোমাকে করেছে পাষাণ বাতিলের প্রতি ...
শুকরিয়া আদায় করবে ৷

বাতিল বলবে,
"তোমাকে ছাড়া তার জীবন অচল, মৃত্যুই একমাত্র পথ....
যার দায়ভার তোমার ..."

সত্যি বলতে কি,
এটাই বাতিলকে শনাক্ত করার উপায়! 
দুনিয়ায় কিছু না পাওয়ায় যে স্বেচ্ছায় জাহান্নামের টিকিট কিনতে পিছপা হয়না, 
তার হাত ধরে জান্নাতে যাওয়ার সপ্ন দেখবে কি করে??

জেনে রেখো বোন!
মৃত্যুর দায় কেবল তাঁরই ,
যিনি জীবন দিয়েছেন ... ...
তাঁর বিধান লঙ্ঘনের পরিণাম ভয়ঙ্কর, 
তাঁর অবাধ্যতায় ধ্বংস অনিবার্য ৷
তাঁর আনুগত্যেই প্রশান্তি,
তাঁর দাসত্বেই মুক্তি,
তাঁর প্রিয় /বন্ধু হওয়াটাই মহাসাফল্য... ...

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Feel free to comment for any query!