মাকে নিয়ে কবিতা - আমার মা’কে
যখন ধরণীতে এসেছি, চোখ মেলে তাকিয়েছি,
যে মুখখানা প্রথম দেখেছি,
সে ছিলে তুমি, মা।
যখন মুখে বুলি ফুটেছে, আধো কথা বলতে শিখেছি,
যে নামখানা প্রথম ডেকেছি,
তা ছিলে তুমি, মা।
যখন দাঁড়াতে পেরেছি, হাঁটতে শিখেছি,
যে আঙুল আঁকড়ে ধরেছি,
তা ছিল তোমার, মা।
আজ বড় হয়েছি, বুঝতে শিখেছি,
আজ আমি যা কিছু,
সব তোমার জন্য, মা।
তবুও না বুঝে তোমায় অনেক কষ্ট দিয়েছি,
বার বার তোমায় কাঁদিয়েছি ,
তোমার আদেশ অমান্য করেছি,
তার জন্য ‘সরি’ মা।
তুমি তো মা,
তাই এ অধম সন্তানকে ক্ষমা করে দিও মা।
কবিতার শেষে আর কি বলব?
তোমায় অনেক বেশি ভালোবাসি মা।
---------------------------------------------------------------------------------
![]() |
সহীহ কোরআন শিক্ষা |
সহীহভাবে অর্থসহ কোরআন শিখতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্স। যে কোন বয়সের যে কেউ কোর্সটি করতে পারবেন!
🌟🌟ডিসকাউন্ট অফার পেতে : 🌟🌟 ১. প্রোমো কোড " QURAN200 " তে ২০০ টাকা ছাড়!!! (সময়সীমা: 30-06-2022) ২. প্রোমো কোড " MMQuran100 " তে ১০০ টাকা ছাড়!!! (সময়সীমা: 31-07-2022) ৩. প্রোমো কোড "QS100" তে ১০০ টাকা ছাড় !!! (সময়সীমা: 30-06-2022)
0 মন্তব্যসমূহ
Feel free to comment for any query!